কাঁঠাল-চাঁপার ঘ্রাণ

গর্ব (অক্টোবর ২০১১)

এমদাদ হোসেন নয়ন
  • ৯৫
  • 0
তারার উঠোনে জেগে থাকা রাতে,
হৃদয়ের অন্তস্থল থেকে উৎসারিত ভালোবাসার টানে,
তোমাকে আজ পড়ছে মনে।
ওই দুর নীলিমা ছুঁয়ে আস না…
স্বপ্নাতুর নয়নে, উচ্ছসিত আনন্দে দুবাহুর দৃঢ়বন্ধনে-
আবদ্ধ করে উত্তাল বলে যাই
কি রহস্য লুকিয়ে আছে এ জীবনের অন্তরালে ?
আমি আজ গর্বিত তোমাকে পেয়েছি বলে।

হৃদয়ে পুষে রাখা সুগভীর ভালোবাসা
তোমাকে আজ দেব বলে-
জোছনার রুপালী রশ্মীভেলা, জলপ্রপাতের জলের খেলা;
ঝরনার সুললিত বারিধারা, আকাশের নীল,
বাতাশের শীতলতা, স্রোতস্বিনীর নীড়,
গোলাপের সুরভীত কাননগুলো-
রঙের তরঙ্গে ভেসে অপেক্ষমান।
এ আনন্দে গর্বিত আমার চটুল প্রাণ।

আমার জীবনের সব ব্যর্থতা ও হাহাকার
ভুলিয়ে দেয় তোমার সান্নিধ্য। যেমন-
সন্ধ্যায় হাসনাহেনার মনোমুগ্ধকর ঘ্রাণ
আমাকে ভীষণ আলোড়িত করে।
আমি তোমার শরীরে কাঁঠালচাঁপা ফুলের গন্ধ পাই
তুমিও পাও নিশ্চয়ই !
গভীর সমুদ্রে গাঙচিলের মতো ভেসে বেড়াবো
তোমার বিশ্বস্ত, নির্ভরতার গর্বিত হাতটি ধরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কনিকা কনা [আমার জীবনের সব ব্যর্থতা ও হাহাকার ভুলিয়ে দেয় তোমার সান্নিধ্য। যেমন- সন্ধ্যায় হাসনাহেনার মনোমুগ্ধকর ঘ্রাণ আমাকে ভীষণ আলোড়িত করে।] খুব সুন্দর কবিতা।
ফাতেমা প্রমি "গভীর সমুদ্রে গাঙচিলের মতো ভেসে বেড়াবো তোমার বিশ্বস্ত, নির্ভরতার গর্বিত হাতটি ধরে।" ......কবিতা অনেক আবেগী...সুন্দর!!
লতিফা সিদ্দিক রোমান্টিক কবিতা। অনেক সুন্দর হয়েছে।
জীবন আহম্মেদ আমার জীবনের সব ব্যর্থতা ও হাহাকার ভুলিয়ে দেয় তোমার সান্নিধ্য।বাহ চমৎকার,আপনার প্রতি শুভ কামনা রইল।
রেহানা রিমি কোনো প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতিগুলি এত সুন্দর ভাবে প্রকাশ করাটা সত্যি প্রশংসনীয়। অনেক চমৎকার লিখেছেন।
রুবিনা আলী ভালোবাসার কবিতা এমনি হওয়া উচিৎ। চমৎকার অনুভূতির চমৎকার প্রকাশ।
এহছানুল করিম কাঁঠাল-চাঁপার ঘ্রাণ ছড়াচ্ছে কবিতার প্রতিটি লাইনে। খুব ভালো।
সুলতানা জাফরিন পিংকি হৃদয়ে পুষে রাখা সুগভীর ভালোবাসা ভরা কবিতা খুব ভালো লাগলো।
Ruma আপনার গর্বিত ভালোবাসার গর্বিত কবিতা অনেক ভালো হয়েছে। কবিতার নামকরণ খুব সুন্দর।

২৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪